মোঃ ইসমাইল শেখ, পিতা মিজান শেখ, মাতা আলেয়া বেগম, গ্রাম সুভারামপুর, ফরিদপুর পৌরসভা ফরিদপুর, বয়স ০৯ বছর, একজন তীব্র মাত্রার নিউরো স্পেকট্রাম ডিজঅর্ডার রোগী। গত ২৫/০৫/১৮ তারিখে সে নিজ বাড়ী হতে হারিয়ে যায়। মাঝে মধ্যেই সে বাড়ী হতে এদিক সেদিক হারিয়ে গেলেও ফরিদপুর শহরের বাইরে সে কখনও যায়নি। এবার সে ফরিদপুর শহর পেরিয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় চলে আসে গত শুক্রবার। স্থানীয় জনসাধারণ ও থানা প্রশাসনের সহায়তায় শিশুটিকে নিজ হেফাজতে নেন জনাব অজয় হালদার, উপজেলা সমাজসেবা অফিসার বালিয়াকান্দি। কর্তব্যবোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপজেলা সমাজসেবা অফিসার, বালিয়াকান্দি শুরু থেকেই তৎপর ছিলেন শিশুটিকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে। একাজে তাকে যোগ্য সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার বালিয়াকান্দি, ভারপ্রাপ্ত কর্মকর্তা,বালিয়াকান্দি থানা, জনাব মনির হোসেন, প্রবেশন অফিসার,রাজবাড়ী। শিশুটির সন্ধান চেয়ে স্থানীয় পত্রিকা ও ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি ও প্রচারণা চালানো হয়। পত্রিকায় প্রকাশিত হারানো বিজ্ঞপ্তির সূত্র ধরে ইসমাঈলের বাবা-মা সন্ধান পান তাদের সন্তানের। ফলে আজ ২৯.০৫.১৮ তারিখে তারা যোগাযোগ করেন জেলা সমাজসেবা কার্যালয় রাজবাড়ীতে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS