Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent activities

সদ্য প্রসূত বাচ্চাসহ মানসিক প্রতিবন্ধী শিল্পী কে (স্বামীঃ মোঃ শাহিন,গ্রাম-দিঘা,ডাকঘরঃ পরেশ নগর,উপজেলাঃ আত্রাই, জেলাঃ নওগাঁ) তাঁর বাবা মায়ের কাছে তুলে দেওয়া হল। আজ থেকে এক বছর আগে ঢাকাতে  গার্মেন্টস এ কাজ করা অবস্থায় সে এই  দীর্ঘ এক বছর নিখোজ ছিল । হঠাৎ করে ৮ই মার্চ ২০১৮ বৃস্পতিবার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে তাকে তাঁর সদ্য প্রসুত বাচ্চাসহ পেয়ে স্থানীয়রা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে পত্রিকার নিউজ এবং বালিয়ায়াকান্দি থানার অফিসার ইনচার্জ এর  নিকট থেকে খবর পেয়ে আমি তাকে হাসপাতালে গিয়ে পর্যবেক্ষন করি। পরবর্তীতে তাঁর  ঠিকানাতে সেই এলাকার  থানার মাধ্যমে  চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হয়।পরে এই হারিয়ে যাওয়া মেয়েটিকে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য গত বৃস্পতিবার থেকে আজ পর্যন্ত নানারকম কঠিন চেলেঞ্জ  মোকাবেলা করতে হয়েছে ।এই মানবিক কার্যকর্মে সহায়তা করার জন্য রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়ায়াকান্দি থানার অফিসার ইনচার্জকে বিশেষভাবে ধন্যবাদ ।