Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সামাজিক নিরাপত্তা বেষ্টনী(NSSS)বিষয়ক সেমিনার
Details

উপজেলা পর্যায়ে জাতীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী(NSSS) কার্যক্রম জোরদারকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলাতে এই সেমিনার আয়োজন করা হয় উপজেলা সমাজসেবা কার্যালয়,বালিয়াকান্দি,রাজবাড়ী থেকে।সমাজসেবা অধিদফতরকে এই ধরনের সময়োপযোগী বরাদ্দ প্রদানের জন্য অনেক ধন্যবাদ,সেই সাথে রাজবাড়ী জেলার সন্মানিত উপপরিচালক স্যারকেও অনেক ধন্যবাদ। স্যারের এই অনুষ্ঠানের মূল আলোচনা মাধ্যমে আমাদের সমাজসেবা অধিদফতর এর কার্যক্রম এবং আমারাই যে উপজেলা পর্যায়ে জাতীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী(NSSS) কার্যক্রম জোরদারকরণে সবচেয়ে বেশি অগ্রগামী তা সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য।সবাইকে অনুরোধ করব জনপ্রতিনিধিদের কে এই ধরনের সেমিনারে আরো বেশি অংশগ্রহণ যাতে করানো যায়, তার ব্যবস্থা নিতে হবে, তা হলে আমাদের উপজেলা পর্যায়ে জাতীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী(NSSS) কার্যক্রম পরিচালনা আরো সহজ ও সাবলীল হবে।

Images
Attachments
Publish Date
28/07/2019
Archieve Date
17/03/2020